আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় আগুনে পুড়ে চন্দন রাজ (৪) নামের ১ প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোটেনি অ্যাম্বুলেন্স। তাই বাধ্য হয়ে বাইকে চেপে ছোট ১ গামলায় করে ছেলের মরদেহ নিয়ে হাসপাতাল জান অসহায় বাবা।
আরও পড়ুন: কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান
বুধবার(৯ মে) রাতেেএই ঘটনায় ঘটে। এ ঘটনায় মারা যায় আরও দু’টি গৃহপালিত পশুও।
এ ঘটনায় শিশুর মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে হবে হাসপাতালে। তবে নিহতের বাবা তার ছেলের লাশ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স বা গাড়ি পাননি। এরপর বাইকে চড়ে ১টি গামলার মধ্যে পুঁটলি করে নিজের ছেলের লাশ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঞ্চল্যকর ঘটনাটির ভিডিওতে ধারণ করা হয় এবং তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
যেই গ্রামে এ ঘটনাটি ঘটেছে সেখানে কোনও হাসপাতাল নেই। তার বাড়ি হতে হাসপাতালের দূরত্ব ১৪ কিলোমিটার। এ সময় কেন ওই ব্যক্তি তার সন্তানের লাশ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পেলেন না তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটির খবর ছড়িয়ে পড়ার পরে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এর তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সরকারি কর্মকর্তা বা গ্রামের কেউ এ বিষয়ে কথা বলেননি।
সান নিউজ/এমএইচ