আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে তীব্র তাপপ্রবাহে ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : মানুষকে সচ্ছল করতে কাজ করছি
শুক্রবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গেল বছর ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩৭ জন। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৫ মাসেই থাইল্যান্ডে প্রায় দ্বিগুণে পৌঁছেছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।
আরও পড়ুন : ঢাকায় পরবর্তী মনোনীত রাষ্ট্রদূত
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে থাইল্যান্ডে। অসহনীয় গরমের কারণে এ পর্যন্ত একাদিকবার দেশজুড়ে তাপ সতর্কতাও (হিট অ্যালার্ট) জারি করতে বাধ্য হয়েছে থাইল্যান্ডের সরকার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে। ওই অঞ্চলটি কৃষিপ্রধান এলাকা।
আরও পড়ুন : কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আবহাওয়াবিদরা বলেছেন, চলতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে বর্ষা আসবে থাইল্যান্ডে। তবে সামনে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।
সান নিউজ/এমআর