আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশিসহ মোট ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
শুক্রবার (৩ মে) এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কথাও শুনছে না ইসরায়েল
দেশটির অভিবাসন বিভাগ ফেসবুকের মাধ্যমে ১ বিবৃতিতে জানায়, শুক্রবার সকাল ১০-৪টা ভোর পর্যন্ত অভিযান চলে। এরপর শনিবার আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ ও কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছে। তাদের বয়স ২২-৫১ বছরের মধ্যে।
আরও পড়ুন: ঢাকা সফরে আসছেন অ্যামি পোপ
অভিবাসন বিভাগ আরও বলেন, ১৮ জন অফিসারের নেতৃত্বে এই অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে ৩০ জনকে আটক করা হয়। এ সময় অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।
সান নিউজ/এমএইচ