আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রসস্টারে একটি পার্টিতে অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১৪ জন হতাহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বন্দুকধারী কতোজন ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত বারটায় রসস্টারের পেনিসিনভেনিয়া অ্যাভিনিউর গুডম্যান স্ট্রিটে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার সময় পার্টিতে শতাধিক লোকের জমায়েত ছিল বলে জানিয়েছে বিএনইউ নিউজ।
নিউইর্য়ক শহরের অভ্যন্তরীণ পুলিশ প্রধান মার্ক সিমনস বলেন, ‘এই অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আমরা আগে থেকে কিছুই জানতাম না। তবে ৯১১ এ কল পাওয়ার পর আমরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই।’
সিমিনস বলেন, ‘প্রায় ১৬ জনকে গুলি করা হয়েছে। যার মধ্যে দুজন মারা গেছেন। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে তাদের নাম তাৎক্ষণিক জানা যায়নি’।
ঠিক কতোজন স্যুটার ছিলেন, জানতে চাইলে এই পুলিশ প্রধান বলেন, ‘এই বিষযে এতো তাড়াতাড়ি কোনো মন্তব্য করা সমীচিন হবে না।’
সান নিউজ/ বিএম/ এআর | Sun News