রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক প্রকাশিত ৩০ এপ্রিল ২০২৪ ০৩:২১
সর্বশেষ আপডেট ৩০ এপ্রিল ২০২৪ ০৫:৩৫

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

মঙ্গলবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন মারা গেছেন এবং আরও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে জানান, গত রোববার (২৮ এপ্রিল) গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ময়লা রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে পড়ে যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

তাৎক্ষণিকভাবে ২৩ জনের মৃত্যু হওয়ার কথা জানানো হলেও পরে তথ্য হালনাগাদ করে ২৫ জন বলে জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায়। এ সময় আরোহীদের কয়েকজন পানিতে ভেসে যায়।

উদ্ধারকর্মীরা ও দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণহানির পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে।

আরও পড়ুন: কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের মৃত্যূু

এছাড়া বাসটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পেরুতে বাস দুর্ঘটনা প্রায় সাধারণ ঘটনা। বিশেষ করে রাতে ও পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব ও ট্রাফিক নিয়মকানুনের দুর্বল প্রয়োগের কারণে সেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত বছর লাতিন আমেরিকার এ দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা