আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে একটি চার্চের বিশপ এবং উপাসকদের লক্ষ্য করে ছুরি হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু
এর মাত্র ২ দিন আগেও শহরের একটি মলে ভয়ঙ্কর ছুরি হামলায় ৬ জন নিহত হয়েছেন।
দেশটির রক্ষণশীল সংবাদ চ্যানেল স্কাই নিউজ অস্ট্রেলিয়ার খবরে বলা হয়েছে, ওয়াকেলি গির্জায় এ ঘটনায় ৪ জনকে ছুরিকাঘাত করা হয়েছে।
ইয়াহু নিউজ জানিয়েছে, সিডনির ওয়াকেলির একটি গির্জার লাইভ স্ট্রিম ফুটেজে দেখা গেছে একজন সন্দেহভাজন বিশপ মার মারি ইমানুয়েলকে ছুরিকাঘাত করছে। ফুটেজটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আবারও বাংলাদেশে বিজিপির ৫ সদস্য
আহত ৪ জনের মধ্যে একজনের বয়স ৬০ এর কোটায়, একজন ৫০ এর কোটায়, একজন ৩০ এর কোটায় এবং আরেকজন ২০ এ কোটায়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নিশ্চিত করেছে, বেশ কয়েকজন লোককে ছুরিকাঘাত করা হয়েছে এমন রিপোর্টের পর পুলিশি অভিযান চলছে। ক্ষতিগ্রস্থদের প্যারামেডিকদের মাধ্যমে চিকিৎসা করানো হচ্ছে।
সান নিউজ/এনজে