আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছুঁই ছুঁই। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
আরও পড়ুন: তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৪
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বার্তাসংস্থা আল জাজিরা ও আনাদোলু পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত গত বছরের ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৫ হাজার ৫৭৭ জন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় মোট ২ হাজার ৯২২টি গণহত্যা চালিয়েছে। এতে মোট ১৪ হাজার ৫০০ শিশু ও ৯ হাজার ৫৬০ জন নারী প্রাণ হারিয়েছেন। এমনকি আরও ৭ হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: তাইওয়ানে ভূমিকম্প, নিহত বেড়ে ৭
এখন পর্যন্ত এ হামলায় গাজায় ৪৮৪ জন স্বাস্থ্যসেবা কর্মী, ১৪০ জন সাংবাদিক ও ৬৫ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন। এ ছাড়াও ৩১০ জন স্বাস্থ্যসেবা কর্মী ও ১২ জন সাংবাদিককে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এরপরেই ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা হামলা শুরু করে। এখনও তা অব্যাহত রয়েছে
সান নিউজ/এএ