সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

প্রশাসনিক রদবদলে ইউক্রেনজুড়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অব্যাহত প্রশাসনিক রদবদলে তার দীর্ঘদিনের এক সহযোগী এবং বেশ কয়েকজন উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। অপরদিকে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: মেক্সিকোতে নৌকাডুবি, নিহত ৮

রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানান, জেলেনস্কি তার শীর্ষ সহকারী সেরহি শেফিরকে তার প্রথম সহকারীর পদ থেকে বরখাস্ত করেছেন। ২০১৯ সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ইউক্রেনের এই প্রেসিডেন্ট তার তিনজন উপদেষ্টা এবং প্রেসিডেন্টের দুজন প্রতিনিধিকেও ছেড়ে দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার ওলেক্সি ড্যানিলভকে বরখাস্ত করা হয়েছিল। তিনি পূর্ব ইউরোপের এই দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন এবং তারও আগে গত ৮ ফেব্রুয়ারি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান পদ থেকে ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেন জেলেনস্কি।

আরও পড়ুন: মস্কোর কনসার্টে হামলা, গ্রেফতার ১২

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া রাতের আঁধারে ১২টি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া পূর্ব ইউক্রেনে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী।

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, ইউক্রেনের আংশিক অধিকৃত দোনেৎস্ক প্রদেশে রাশিয়ার গোলাবর্ষণে দুইজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।

এই অঞ্চলের প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে রয়েছেন। এছাড়া গত ২২ মার্চ প্ল্যান্টটিতে হামলার পর ৭ লাখ মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে চলে গিয়েছিলেন।

মূলত সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ বাড়িয়েছে এবং এতে করে বেশ কয়েকটি অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতিও হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা