আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশের করা গুলিতে উইন রোজারিও (১৯) নামে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলে রকেট হামলা
বুধবার (২৭ মার্চ) নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বিকেলের দিকে কুইন্সে তার নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
নিহত তরুণের পরিবার দশ বছর আগে বাংলাদেশ ছেড়ে যায়। নিহত ওই তরুণ মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে প্রায় ৩২৫০০
প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯ বছর বয়সী এক তরুণকে নিউইয়র্কে বুধবার তার কুইন্সের বাড়িতে পুলিশ গুলি করে। এতে তিনি নিহত হন। নিহত ওই তরুণ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, উইন রোজারিও নামের ওই তরুণ কাঁচি দিয়ে পুলিশ অফিসারদের দিয়ে তেড়ে যান। এরপর একপর্যায়ে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ ডিপার্টমেন্টের টহল প্রধান জন চেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই পুরো ঘটনার ভিডিও ফুটেজ কর্মকর্তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তবে সে ফুটেজ প্রকাশ করা হয়নি।
সান নিউজ/এএন