নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।
আরও পড়ুন : ভোলায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা
মঙ্গলবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯০টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুন : নোয়াখালীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯১ জনের এবং শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৬৯৯।
সান নিউজ/এমআর