নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাঠানো দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই চিকিৎসা সামগ্রী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সাইফুর রহমানের হতে তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার।
পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোশার্রফ আলী, ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ দিলরুবা জেবা, জেলা বিএমএ’র সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির মাধ্যমে পাওয়া একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফমেক হাসপাতালে দেওয়া হয়।
ফমেক হাসপাতালের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘এ হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ২০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করছি, সরকারি উদ্যোগে আরও কিছু হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা আমরা পাবো।’
সান নিউজ/ এআর