নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৯ জন।
এ সময় নতুন করে ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৪৮ হাজার ২৩২ জনে।
আরও পড়ুন: সংরক্ষিত ৫০ আসনের গেজেট মঙ্গলবার
রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৮ শতাংশ।
আরও পড়ুন: আমাদের লক্ষ্য দেশের সার্বিক উন্নয়ন
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২ দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
সান নিউজ/এনজে