নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আরও ৩৩ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৪২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।
আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ১৪৯ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৮ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২২৭ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
সান নিউজ/এমআর