নিজস্ব প্রতিবেদক:
খুলনা: যক্ষাকে ভয় নয় জয় করতে হবে। আর এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সিভিল সার্জন আরো বলেন, দেশের মানুষ যেভাবে করোনাকে জয় করছেন, সেভাবেই যক্ষাকেও জয় করবে। আর এজন্য সাংবাদিকদের মুখ্য ভুমিকা পালন করতে হবে।
নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক ও সংগঠক এস এম ন র হাসান জনির সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আতিয়ার রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ। আরো উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মো. আবু সাঈদ, হাসান আল মামুন, শাহজালাল মোল্ল্যা মিলন, মো. রকিবুল ইসলাম মতি, মো. আমির সোহেল, মো. আজিজুল ইসলাম, আরিফ বিল্লাহ, শেখ মোহাম্মাদ জুয়েল, মো. আবুল বাশার, শেখ রাসেল, আরাফাত হোসেন অনিক, মো. মেহেদী হাসান পলাশ, মো. রফিক আলী, সোহেল, এস এম মাহাবুবুর রহমান, মো. জালাল, বিপ্লব, মো. সাকিল, মো. মাহফুজুল আলম সুমন প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটাব খুলনার এফএলএস তরুণ কুমার বিশ্বাস। সভার শুরুতে সকলের মাঝে হ্যান্ডগ্লোবস ও মাস্ক বিতরণ করা হয়।