নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন : টিআইবি বিএনপির শাখা
শুক্রবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৭ জন এবং ঢাকা সিটির বাইরে ১৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন : স্বতন্ত্রদের ওপর আ’লীগের নিয়ন্ত্রণ নেই
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৮০৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৮৪ জন। মারা গেছেন ১ হাজার ৬৭৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৬৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৭১০ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
সান নিউজ/এমআর