নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বিএনপি মার্কিন নিষেধাজ্ঞার যোগ্য
শুক্রবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৪ জন এবং ঢাকা সিটির বাইরে ১৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন : যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাবে
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৪১১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১২ হাজার ৩৭৭ জন। মারা গেছেন ১ হাজার ৬৫০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৫৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৭ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
সান নিউজ/এমআর