নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনার করোনা ডেডিকেটিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) ভোররাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, মো. আব্দুল কাদের (৭৮ ), তাসলিমা (৬৫) ও আজিজুর রহমান (৭০ )।
হাসপাতালের সমন্বয়ক শেখ ফরিদ উদ্দিন জানান, শনিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল কাদের মারা যান। তার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। করোনা পজিটিভ হয়ে তিনি গত ৩১ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঝিনাইদহের কালিগঞ্জের বারোবাজার এলাকার তাসলিমা খাতুন শনিবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা পজিটিভ হয়ে তিনি গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুর রহমান। তিনি করোনা পজিটিভ হয়ে গত ২৪ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার করিম নগর এলাকায়।