নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪১২ জনে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে। এছাড়া, নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১১ জন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় এক হাজার ৯২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন আরও ২৯ জন। তাদের নিয়ে বাংলাদেশে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট চার হাজার ৪১২ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই ২২১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই ২১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১১৯।
সান নিউজ/ আরএইচ/ এআর | Sun News