শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: অপ্রয়োজনীয় সিজার রোধে রায় ঘোষণা
বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) সিভিল সার্জনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল হাদি মোহাম্মদ শাহ পরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রক ডা. জাহিদুল ইসলাম ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. মোজাম্মেল হক।
আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, শরীয়তপুর জেলায় ৫ম থেকে নবম শ্রেণীর সকল কিশোরী (১০ থেকে ১৪ বছর বয়সী) ৬৮৯১৫ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে। এ জন্য প্রত্যেক কিশোরীকে টিকা নিতে জন্ম সনদসহ অনলাইনে নিবন্ধন করতে হবে।
সান নিউজ/এনজে