নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বন্দরটিলা ও দক্ষিণ হালিশহরে আগামীকাল থেকে কলেরা টিকা দান কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৪৯৬ প্রাণ
এ কার্যক্রম রোববার (৮ অক্টোবর) শুরু হয়ে চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এলাকাবাসী ইতিপূর্বে যেসকল কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছেন, সেসকল কেন্দ্র থেকেই এ টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
শনিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন: শীঘ্রই ঢাকা-গুয়াহাটি বিমান চালু হবে
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার অধীনে ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে (বন্দরটিলা ও দক্ষিণ হালিশহর) বসবাসকারীদের মধ্যে সেপ্টেম্বর মাসে যারা কলেরা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদেরকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
এলাকাবাসী যেসকল কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিয়েছেন, সেসকল কেন্দ্র থেকেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। আগামী ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ টিকা প্রদান চলবে।
আরও পড়ুন: ঢাকায় আসছে মার্কিন পর্যবেক্ষক দল
সেপ্টেম্বর মাসে মোট ১ লাখা ৩৫ হাজার ৩২৩ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন। শুধুমাত্র প্রথম ডোজ পাওয়া ব্যক্তিরাই দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য যোগ্য। এ সকল ব্যক্তিদের মধ্যে রয়েছে ৫ বছরের কম বয়সী ১৫ হাজার ৫৭ জন ছেলে শিশু ও ১৪ হাজার ৫৮২ জন মেয়ে শিশু।
এছাড়া ৫ বছরের বেশি ৫২ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৫২ হাজার ৮০৭ জন মহিলা প্রথম ডোজের টিকা পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি ২ ডোজের ইউভিকল প্লাস নামের মুখে খাওয়ার কলেরার টিকা ১ বছর থেকে তদূর্ধ্ব বয়সীদেরকে প্রদান করা হবে।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
সূত্র থেকে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি কর্পোরোশেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপিআই ও আইসিডিডিআর,বির বাস্তবায়নে এ টিকা প্রদান কার্যক্রমটি চলছে।
গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুন: আ’লীগের জনসভা স্থগিত
এ কর্মসূচি প্রসঙ্গে আইসিডিডিআর,বির ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী জানান, আমরা আনন্দিত যে চট্টগ্রামের বন্দরটিলা ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে কলেরা টিকার প্রথম ডোজ নিয়েছেন।
তিনি আরও বলেন, টিকা গ্রহণের ছাড়াও কলেরাসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে নিরাপদ পানি ও ভাল স্বাস্থ্যবিধি অনুশীলন করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: ৯ দিনে ভারতে গেল ৬০০ মেট্রিক টন ইলিশ
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, কলেরা টিকার প্রথম ডোজ নেয়ার ক্ষেত্রে সবার আগ্রহ দেখে আমরা আনন্দিত। যারা প্রথম ডোজ পেয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিয়ে কোর্স সম্পূর্ণ করার অনুরোধ করছি।
আশা করি, আগামী ২ বছর ও তার বেশি সময় ধরে টিকাগ্রহীতারা কলেরা জীবাণু দিয়ে যে ডায়রিয়া হওয়া থেকে সুরক্ষা পাবেন।
সান নিউজ/এনজে