নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৩ জন।
আরও পড়ুন : পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত
শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটির একজন এবং ঢাকা সিটির বাইরের তিনজন।
আরও পড়ুন : কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত
এ ছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৬৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৪৮৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। মারা গেছেন ৮৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ২৮৯ জন।
আরও পড়ুন : পর্যবেক্ষক না এলেও নির্বাচন হবে
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
সান নিউজ/এমআর