নিজস্ব প্রতিবেদক: এডিস মশা বাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ১৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুরোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ
আক্রান্ত হয়ে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৭৩ জন। এর আগে দেশে সর্বোচ্চ রোগী ছিল ছিল ২৯৯৩ জন।
রোববার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
আরও পড়ুন: জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করান
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০৪৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪০৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৩২৩৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৪৪৫১ জন।
আরও পড়ুন: ঢামেকে টেস্টটিউব শিশুর জন্
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ ৪২৫ জন। ঢাকায় ৬৮৬০৩ এবং ঢাকার বাইরে ৮৭৮২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২২ জনের মৃত্যু হয়েছে।
সান নিউজ/এমএ