নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে করোনা চিকিৎসাসেবায় অত্যাবশ্যকীয় হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন দিয়েছে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড। এই রোগীদের সবচেয়ে মারাত্মক সমস্যা শ্বাসকষ্ট দূর করতে ইন্সট্রুমেন্টটি ব্যবহৃত হয়, যেটি ফমেক হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই।
হাসপাতালটির সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে এগারটায় মেশিন হস্তান্তর করেন ইউনিটেক্স গ্রুপের ডিরেক্টর (অপারেশন) মো. জোবাইদুল ইসলাম চৌধুরী। গ্রহণ করেন অনুষ্ঠানের সভাপতি হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. জোবাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা ইউনিটেক্স গ্রুপ নিজেদের দ্বায়িত্ববোধ থেকে ফমেক হাসপাতালে হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করছি। সাধারণ মানুষের চিকিৎসাসেবায় এ মেশিন সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছি।’
ফমেক হাসপাতালের পক্ষ থেকে ইউনিটেক্স গ্রুপকে কৃতজ্ঞতা জানান পরিচালক ডা. মো. সাইফুর রহমান। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় তেমন কোনো ওষুধ নেই। যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়, তা হল শ্বাসকষ্ট। এই শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে দরকার অক্সিজেন। যা আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ছিল না। ইউনিটেক্স গ্রুপ মেশিন দিয়ে সাধারণ মানুষের চিকিৎসায় এগিয়ে এসেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড ও ইউনিটেক্স সিলিন্ডার লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর আ. রহমান, ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ মাসুদুজ্জামান, বিএমএ ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান বুলু, ফমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফজাল হোসেন, সহকারী পরিচালক ডা. কামাল আহমেদ, আইসিইউর দ্বায়িত্বরত চিকিৎসক ডা. অনন্ত কুমার রায় ও ডা. আবু বকর সিদ্দিক।
সান নিউজ/ এআর