নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে ভাইরাসটিতে ৩৯ জন শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন : আরও ১৩ প্রাণহানি, হাসপাতালে ২৭৪২
মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৪৩টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন : মাকে দেখেছি হতাশ হতেন না
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৮৬১ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৮৫৪ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
সান নিউজ/এমআর