নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনিবার (২৮ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ২০২ জন।
আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ১৪৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি এক হাজার ৫৯ জন।
আরও পড়ুন: ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ৮ হাজার ৯৬১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ১০০ জন ঢাকায় এবং ৩ হাজার ৮৬১ জন রোগী।
আরও পড়ুন: সচেতনতামূলক বই বিতরণ করবে ডিএনসিসি
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ৪৬ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
অপরদিকে, চিকিৎসা শেষে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৯ জনের। সূত্র : ইউএনবি
সান নিউজ/এইচএন