নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০৩ জন।
আরও পড়ুন : যারাই চোখ রাঙাচ্ছে, লাভ হবে না
শুক্রবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৯০৭ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন : কিছু লোক দেশ ধ্বংসের তালে মেতেছে
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ হাজার ৩০০ জন। মারা গেছেন ২২৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৭৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৫০ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
সান নিউজ/এমআর