নিজস্ব প্রতিনিধি: বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
আরও পড়ুন: ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি
রোববার (১৬ জুলাই) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা আপাতত পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছেন।
আরও পড়ুন: চিকিৎসকদের ২য় দিনের কর্মবিরতি চলছে
এর আগে, রোববার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মাঝে ধস্তাধস্তি হয়। এরপর একপর্যায়ে শাহবাগের সায়েন্সল্যাবের রাস্তা অবরোধ করে সেখানে অবস্থান নেয় তারা।
প্রসঙ্গত, গত ৮ জুলাই থেকে ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেন চিকিৎসকরা। শনিবার (১৫ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শাহবাগ মোড়ে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেন তারা।
সান নিউজ/আর