নিজস্ব প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৯
রোববার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২২৪ জন ঢাকায় চিকিৎসাধীন। বর্তমানে মোট ১ হাজার ৩৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: আরও ৪৪ রোগী হাসপাতালে
প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত ৮ হাজার ৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত মোট ৫২ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৩১৭ জন।
সান নিউজ/আর