নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ সময় নতুন রোগী ভর্তি হয়েছে ২৭০ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫০ জন মারা গেছেন।
আরও পড়ুন: মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৯
শনিবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪০৫ জন।
আরও পড়ুন: নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১৭৮ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৯২ জন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪০৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৪৪ জন, আর বাকি ৪৬১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
আরও পড়ুন: ভেজাল রোধে কঠোর আইনের আহ্বান
প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৬ হাজার ৭৯৩ জন।
সান নিউজ/এইচএন