নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬ জন।
আরও পড়ুন : ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি
শুক্রবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৩৬ জন এবং ঢাকার বাইরের ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন : চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৩৩৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৯১৭ জন। মারা গেছেন ৪০ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
সান নিউজ/এমআর