নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলা শহরের ইরা ডায়াগনস্টিক সেন্টার ও এর মালিক ডাক্তারের ভুয়া সনদধারী ইয়াছিন আলম সিদ্দিকীকে আবারো পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই ভুয়া ডাক্তারকে ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে এক সপ্তাহের মধ্যে প্রকৃত সনদপ্রাপ্ত ডাক্তার এনে আদালতের অনুমতিক্রমে প্রতিষ্ঠান চালাতে বলা হয়। এ আদেশ অমান্য করলে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আখাউড়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে ইয়াছিন আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও কসবা শহরে প্রথমে ইরা মেডিকেল সেন্টার ও পরে ইরা ডায়াগনস্টিক সেন্টার গড়ে সর্বরোগের চিকিৎসা করে যাচ্ছিলেন।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। সঙ্গে ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডা. মো. সুমন ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, এর আগেও তাকে জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছিলো। আবারো নাম পাল্টে ডায়াগনস্টিক সেন্টার চালু করে ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতরনা করে আসছেন ইয়াছিন আলম সিদ্দিকী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান বলেন, ইরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নামধারী ডাক্তার ইয়াছিন আলম সিদ্দিকী কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রকৃতপক্ষে তিনি ডাক্তারও নন। তাই তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বৈধভাবে প্রতিষ্ঠান চালাতে সাতদিনের সময় দেওয়া হয়েছে। অভিযোগ পেলে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে।
সান নিউজ/ এআর