নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন করোনা রোগী মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন সময় তারা মারা যান।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ জানান, যশোরের তাইজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) করোনা পজেটিভ নিয়ে ১২ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। খুলনা মহানগরীর বয়রার তকদির আহম্মেদের ছেলে হাবিবুর রহমান (৫৫) ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এছাড়া যশোরের শার্শার মৃত আব্দুল মাজেদের ছেলে আতিয়ার রহমান (৮০) ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
সান নিউজ/ এআর