নিজস্ব প্রতিনিধি:
চুয়াডাঙ্গা: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৫)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। সুস্থ হয়েছেন ৪৭৪ জন ও মারা গেছেন ১৮ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, বুধবার (১২ আগস্ট) সকালে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। করোনার উপসর্গ থাকায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি করা হয়। মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন হবে।
মৃত আব্দুর রশিদ আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে।
সান নিউজ/ এআর