নিজস্ব প্রতিবেদক:
খুলনা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ও খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তাদের মৃত্যু হয়।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার বেলা ১১টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় গৃহবধূ সালেহা বেগমের (৩৮)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুল কুদ্দুসের স্ত্রী। করোনা উপসর্গ নিয়ে গত সোমবার (১০ আগস্ট) তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাশেমের (৪০)। তিনি নগরীর ১৭৪, শেরই বাংলা রোডের বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে। তিনি করোনা আক্রান্ত হয়ে রোববার (৯ আগস্ট) থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রাত ৮টা ৩৫ মিনিটে করোনা উপসর্গ নিয়ে কলেজছাত্র মুজাহিদ শেখের (১৮) মৃত্যু হয়। মুজাহিদ নগরীর লবণচরা থানার পুটিমারী এলাকার আমিরুল ইসলামের ছেলে। তাকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মেডিকেল কলেজের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। এর আগে সোমবার রাত ১২টায় পাইকগাছা উপজেলার রহিমপুরের বাসিন্দা আব্দুর রউফের মেয়ে শাবানার (৩৫) মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার সন্ধ্যায় করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন। উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, খুলনায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। ৭৩ জন রোগী খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে এবং করোনা সন্দেহে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সান নিউজ/ এআর