ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বেজুড়ে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন শতাধিক মানুষ।

আরও পড়ুন : সাবেক স্পিকার জমির উদ্দিনকে জরিমানা

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ১২ হাজার ৩৭২ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৪৫৪ জনে।

আরও পড়ুন : ১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬২০ জনের।

এদিকে করোনায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন এবং মারা গেছেন ৫০ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২১৩ জনের।

আরও পড়ুন : হজের খরচ কমানোর সুযোগ নেই

একই সময়ে জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ২৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ২৬ হাজার ৮৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ২২৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রোমানিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১০ জন এবং মারা গেছেন ৩৭ জন।

আরও পড়ুন : আগামী সপ্তাহে কালবৈশাখী

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ২০ জন। এতে করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৮ হাজার ৯৩১ জন মারা গেছেন।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ১২ জন।

আরও পড়ুন : ভারত থেকে ডিজেল আমদানি

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। এতে মহামারির শুরু থেকে এই ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৭৭ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৫৪৯ জন মারা গেছেন।

একই সময়ে পেরুতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২০ জন এবং মারা গেছেন ২৪ জন।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা