সান নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৬৮ জনে।
আরও পড়ুন: বাংলা সাহিত্যের মাধুর্য জানাতে হবে
এসময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জন অপরিবর্তিত রয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হজ প্যাকেজ ঘোষণা
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৬০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
সান নিউজ/এমআর