সান নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন : কূটনীতি হবে ইকোনমিক
চীনা ফেরত একজন নাগরিকের নমুনা পরীক্ষায় করোনার নতুন এই উপধরন শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।
রোববার (১ জানুয়ারি) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ গড়তে চাই
তিনি জানান, তার (চীনা নাগরিক) নমুনার জিনোম সিকোয়েন্স করে এই নতুন ধরন চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত নাগরিক সুস্থ আছেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন : বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।
সান নিউজ/এমএ/এইচএন