আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ২৬৮ জন।
আরও পড়ুন: নারী জাগরণের বাংলাদেশ গড়তে হবে
শনিবার (১০ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯০ জন এবং মারা গেছেন ২২৮ জন।
আরও পড়ুন: ইউক্রেনে হামলা চলতে থাকবে
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ১৮৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২৭ জন এবং মারা গেছেন ৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ৯৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৩৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৫২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৩৬ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ৩২ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪১২ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৭১১ জন। এরমধ্যে ৬৬ লাখ ৫৬ হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
সান নিউজ/এমআর