সান নিউজ ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সোমেনা (৩৯) ও পাবনার জেলার সুজানগর এলাকার কামরুল ইসলাম (২৮)। তারা দুজনই গত শুক্রবার দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে রামেক হাসপাতালের ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তারা দুজনই ডেঙ্গুতে আক্রান্ত ছিল। শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় তাদের বাঁচানো যায়নি। রাতে তারা মারা গেছেন।
আরও পড়ুন: সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এ নিয়ে হাসপাতালে ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট চার জন রোগী।
সান নিউজ/এনকে