নিজস্ব প্রতিবেদক:
রংপুর: অনুমোদন না থাকাসহ নানা অভিযোগে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) সকালে নগরীর ধাপ এলাকায় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকা, অসঙ্গতিপূর্ণ চিকিৎসা কার্যক্রম, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অভিযোগে আপডেট ক্লিনিক, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, রোজ হাসপাতাল এবং ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানাসহ সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়। এ সময় মেট্রোপলিটন পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ এআর