সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় দু’জন মারা গেছে। গতদিন এই ভাইরাসে ১ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আরও পড়ুন : আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু
সোমবার (২৪ অক্টোবর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৫৪ জনের নমুনায় নতুন করে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন তিন হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩৯ জন।
এতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৯৪৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
আরও পড়ুন : করোনায় আরও একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৩৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৪ জন। শনাক্তের হার চার দশমিক ১৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৩ শতাংশ।
আরও পড়ুন : বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। সূত্র : বাসস।
সান নিউজ/এইচএন