সান নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সঠিক নিয়মে সেবা দেয় না, তাদের কাজ করতে দেবে না সরকার। জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ব্যবসা করবে। এটি আমরা হতে দেব না।
৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারি কিছু নিয়মনীতি আছে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে সারা দেশে প্রায় দুই হাজারের মতো প্রতিষ্ঠান বন্ধ করেছি। কিছু কিছু প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। তারা যদি লাইসেন্স নবায়ন করে এবং সঠিক যন্ত্রপাতি ও জনবল নিয়োগ দিয়ে থাকে, তাহলে তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে যারা শর্ত পূরণ করেছে, তাদের আবার পরিচালনা করার সুযোগ দেওয়া হয়েছে। শর্ত পূরণ না হলে সুযোগ দেওয়া হবে না।
বাংলাদেশি ত্রাণ ফিরিয়ে দিল পাকিস্তান
প্রায় দুই যুগ ধরে বন্ধ রাজশাহী সদর হাসপাতাল। এখন সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের কার্যক্রম চলে। করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত চালু হয়নি। এই হাসপাতালটি চালুর পক্ষে স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালটি আমরা চালু করতে চাই। এখানে সাধারণ মানুষের চিকিৎসা হবে। পাশাপাশি ডেন্টাল ইউনিটেরও কার্যক্রম থাকবে। কীভাবে কী করা যায়, সে বিষয়ে কথা বলতেই এসেছি।
সান নিউজ/কেএমএল