এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় ৫টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৯ আগস্ট) বিকালে গাইবান্ধা জেলা সিভিল সার্জন আ.খ.ম আখতারুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: কমলো জ্বালানি তেলের দাম
সিলগালা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো জেলা হাসপাতাল রোডের আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, ইসলাম ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও মন্ডল ডায়াগনস্টিক সেন্টার।
সিভিল সার্জন আ.খ.ম আখতারুজ্জামান বলেন, সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার গাইবান্ধা শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ৫টি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
সান নিউজ/কেএমএল