আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ২৭০ জন। আর মারা গেছেন ১ হাজার ৭৩৪ জন।
আরও পড়ুন : সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৭১২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৫ হাজার ৬৭৯ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২ কোটি ২২ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার ৩৯৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৯ হাজার ৭৭১ জন।
আরও পড়ুন : আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি
এই ভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৫৯৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯০৩ জনের।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রসঙ্গত, আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৫০৫ মানুষ। ছয় লাখ ৬৯ হাজার ৬১২ জন মারা গেছেন।
সান নিউজ/এইচএন