সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এসময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৪ জনের শরীরে।
আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে
এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই থাকলো এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৫৪১ জনে পৌঁছেছে।
বুধবার (১ জুন) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৬৩ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১.৪৯ শতাংশ।
আরও পড়ুন : কমছে রেমিট্যান্স প্রবাহ
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩ হাজার ১১৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৪২ শতাংশ।
আরও পড়ুন : আমরা নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে উজ্জীবিত
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সান নিউজ/এইচএন