সান নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ থেকে আরোগ্য লাভের সূচকে বাংলাদেশ ৮ ধাপ এগিয়ে বিশ্বের ১২১টি দেশের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছে। এর আগে গত মার্চে কোভিড আরোগ্য সূচকে বিশ্বে বাংলাদেশ ১৩তম অবস্থানে ছিল।
আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমছে মৃত্যু ও শনাক্ত
গত বৃহস্পতিবার প্রকাশিত নিকেই কোভিড-১৯ আরোগ্য সূচকের সর্বশেষ সংস্করণে ৮০ স্কোর নিয়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডার পরেই আছে বাংলাদেশের অবস্থান।
তালিকায় দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল ৬ষ্ঠ, পাকিস্তান ২৩তম, শ্রীলঙ্কা ৩১তম এবং ভারত ৭০তম অবস্থানে আছে।
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ নিম্নগামী হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ দিন ধরে কোনো নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!
করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকা দেয়ার হার এবং সামাজিক গতিশীলতার ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষে এই সূচক প্রকাশ করা হয়।
সান নিউজ/এমকেএইচ