আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর করোনার জন্মস্থল চীনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন থেকে এ তথ্য জানিয়েছে।
কমিশন জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিলিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় প্রদেশের কয়েকটি শহরে কঠোর লকডাউন চলছে।
আরও পড়ুন: ২য় বুস্টার ডোজের অনুমতি চায় ফাইজার-মডার্না
২০২১ সালের জানুয়ারিতে চীনের মূল ভূখণ্ডে সর্বশেষ করোনায় মৃত্যু রেকর্ড করা হয়েছিল। এক বছর পরে নতুন করে দুজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ৪ হাজার ৬৩৮।
সাননিউজ/জেএস