আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে আবারও বাড়তে শুরু করেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। সম্প্রতি স্বাস্থ্য সংস্থাটি এক টুইটে জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কোভিডের সংক্রমের হার কমছিল। কিন্তু আবার তা বাড়তে শুরু করেছে।
চলতি মাসের শুরুর দিকে চীনে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ রের্কড।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’
চীনের বিশেষায়িত অঞ্চল হংকংয়েরও একই পরিস্থিতি। নগরীতে প্রতিদিন মৃতের সংখ্যাও বেড়ে চলছে দ্রুত। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, সেখানকার হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।
এশিয়ার আরেকটি দেশ দক্ষিণ কোরিয়ায়ও বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে বুধবার নতুন করে ৬ লাখ ২২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে সম্প্রতি করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৯৪ হাজার ৯৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাননিউজ/জেএস