আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আবারও মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্দি পাওয়ায় চীনে লকডাউনের পরিধি বাড়ানো হয়েছে। তাই দেশটিতে থাকা বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
গত সপ্তাহে চীনের জিলিন প্রদেশ এবং প্রযুক্তির অঞ্চল হিসেবে পরিচিত শেনঝেনে করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে এই দুটি অঞ্চলে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে এই দুটি এলাকায় কার্যক্রম চালানো টয়োটা, ভক্সওয়াগেন এবং অ্যাপলের সরবরাহকারী ফক্সকনের উৎপাদন ব্যবস্থায় প্রভাব পড়েছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত বারাক ওবামা
মঙ্গলবার চীনে ৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এদের অধিকাংশ জিলিন প্রদেশের। সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশটির দুই কোটি ৪০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালে করোনার সংক্রমণ শুরুর পর উহান ও হেবেইতে লকডাউনের পর এবারই প্রথম সারাপ্রদেশে বিধিনিষেধ ঘোষণা করলো কর্তৃপক্ষ।
সাননিউজ/জেএস