নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব মহামারিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে নতুন করে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২২ জুন) হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্তের হার এভাবে বৃদ্ধি পেতে থাকলে আরো দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টও নিয়োগের কাজও বর্তমানে চলমান রয়েছে।
করোনা পরিস্থিতি আগামীতে যেরকম হবে সরকার সেভাবেই বুঝে-শুনে পদক্ষেপ নেবে বলে জানান জাহিদ মালেক।
সান নিউজ/সালি